
মোঃ জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের উপজেলা নান্দাইলের জাহাঙ্গীরপুর ইউনিয়নে বাড়ির সীমানা বিরোধের জেরে ভাগনেদেের হাতে মামা মাজিম উদ্দিন (৬৫) নামের এক ব্যাক্তি খুন হয়েছে।
শুক্রবার ( ২৪ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তর জাহাঙ্গীরপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে মাজিম উদ্দিনের সঙ্গে ভাগনে আব্দুর রাশিদ, আল-আমিন, কাদির মিয়া ও ভাইগনী হালিমার সাথে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ভাগনেরা মাজিম উদ্দিনকে তাদের হাতে থাকা লাটি দিয়া বাইরাইলে মাজিম উদ্দিন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা আহত মাজিম উদ্দিনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে মাজিম উদ্দিনের মৃত্যু হয়। এব্যাপারে জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন মন্ডল বলেন, ‘মামা ভাগনেদের মধ্যে বাড়ির সীমানা নিয়ে মারামারি হয়েছিল।
পরে হাসপাতালে নেওয়ার সময় পতিমধ্যে মামা মাজিম উদ্দিন মারা গেছেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনার বিষয়ে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জরিত একনকে গ্রেফতার করেছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: