• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শেরে বাংলা স্টেডিয়ামে এ আর রহমানের কনসার্টে প্রধানমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১৬ এএম
সঙ্গীত জগতের বড় তারকা এ আর রহমান
এ আর রহমানের কনসার্টে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ শিরোনামের এই কনসার্টে মঞ্চে গাইবেন বিশ্বের সঙ্গীত জগতের বড় তারকা এ আর রহমান।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন পরিবেশন করা হয় জাতীয় সংগীত। এরপর ‘রক্তে সাগর পেরিয়ে এসেছি’ গান গেয়ে শোনান সংসদ সদস্য শিল্পী মমতাজ। তার গানের পর এ আর রহমানের পরিবেশনার কথা রয়েছে। টানা তিন ঘণ্টা পারফর্ম করবেন তিনি। এবারের আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে হিন্দি ও বাংলা গান পরিবেশন করার কথা রয়েছে তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এই কনসার্ট বিকাল ৫টার দিকে শুরু হয় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের পরিবেশনার মধ্য দিয়ে।

নিজেদের জন‌প্রিয় গান ‘চাঁদ তারা’ দিয়ে শুরু হয় তাদের পরিবেশনা, এরপর মাইলস গেয়ে শোনায় ‘নীলা’সহ বিভিন্ন গান।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image