নিউজ ডেস্ক : পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। রোববার নিজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
দীন মো. নূরুল হক বলেন, ‘আমি জোর করে থাকতে চাই না, সেটি করাও আমার জন্য উচিত হবে না।’
দেশব্যাপী চক্ষু রোগী ও চক্ষু বিশেষজ্ঞদের কাছে খুবই প্রিয় ও সুপরিচিত নাম অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ সম্মাননা ডা. আলিম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেছেন এই চিকিৎসক। তার জন্মস্থান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী এলাকায়। তিনি পাকুন্দিয়া এলাকার মানুষের কাছে ‘ননী ডাক্তার’ নামে পরিচিত। অত্র অঞ্চলের সবাই তাকে ননী ডাক্তার হিসেবেই চেনে।
চলতি বছরের ১১ মার্চ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: