নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা ওয়াবদা রোডের জাহাজ বিল্ডিং এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ হাফিজ (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাফিজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পৌনে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী সাকিবুল ইসলাম জানান, তারা বন্যার্তদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করছিলেন এবং সেই অর্থ বিতরণের প্রস্তুতি নিচ্ছিলেন। ফেনীতে যাওয়ার আগে তারা একটি চায়ের দোকানে বসে ছিলেন, তখন প্রতিপক্ষের লোকজন হাফিজের কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা হাফিজকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।
হাফিজ রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি প: রামপুরার পাকা মসজিদ এলাকার লুৎফর রহমানের সন্তান এবং তিন ভাইয়ের মধ্যে ছোট ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া হাফিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: