• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশের ডাক দিলেন সারজিস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৬ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:০১ পিএম
সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশের ডাক দিলেন সারজিস
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাবজিস আলম।

নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ফ্যাসিস্টদের মদদপুষ্ট কতিপয় আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ ও ষড়যন্ত্রকারী সাবেক ডিজিসহ সংশ্লিষ্ট সবার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। 

সোমবার (২৬ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম উল্লেখ করেছেন, আজ সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে ছাত্রদের ওপর আনসার সদস্যদের হামলার তীব্র প্রতিবাদ, সাবেক ডিজিসহ সকল ষড়যন্ত্রকারীর বিচার এবং প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবি জানানো হবে।

প্রসঙ্গত, রোববার (২৬ আগস্ট) নিজেদের চাকরি জাতীয়করণের দাবিতে প্রায় ১০ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করেন এবং অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টাসহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখেন। উত্তেজনা প্রশমিত করতে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সচিবালয়ে এসে আনসার সদস্যদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হলেও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে রাখেন।

রাত ৯টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image