• ঢাকা
  • মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সিংড়ায় লোকালয়ে দলছুট হনুমান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০২ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:২৪ পিএম
বিলদহর বাজারে পাশে দেখা মেলে হনুমানটির।
লোকালয়ে দলছুট হনুমান

নাটোর প্রতিনিধি:   নাটোরের সিংড়া উপজেলায় দেখা মিলল একটি দলছুট হনুমানের। প্রায় এক সপ্তাহ ধরে উপজেলার কলম ও চামারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে একটি দলছুট হনুমানকে। ধারণা করা হচ্ছে, হনুমানটি ঘুরতে ঘুরতে এ এলাকায় চলে এসেছে।

শনিবার (২ জুলাই) চামারী ইউনিয়নের বিলদহর বাজারে পাশে দেখা মেলে হনুমানটির।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে দলছুট এক মুখপোড়া হনুমানকে।  হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করছেন। শিশু, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ পিছু নিচ্ছে প্রাণীটির। কেউ তার দিকে খাবার  ছুড়ে দিচ্ছেন। কেউবা তার ভাব জমাতে হাত নেড়ে কাছে ডাকছেন।এদের অনেকে ওই প্রাণীর দিকে ঢিল ছুড়ে বিরক্তও করছেন।

পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী জানান, মুখপোড়া দলছুট হনুমান কাউকে বিরক্ত না করলেও অতি উৎসাহীরা তাকে ঢিল ছুড়ে বিরক্ত করছে। প্রাণীটিকে যেন কেউ বিরক্ত না করে সে জন্য মানুষদের সচেতন করা হচ্ছে এবং হনুমানের নিরাপত্তার জন্য প্রশাসন ও বন বিভাগের সাথে যোগাযোগ করছি।

সিংড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, বন বিভাগের সাথে কথা বলে হনুমানটির নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image