নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে তিন প্রতারককে আটক করেছে আনসার সদস্যরা। আটককৃতরা হলেন মমিন (৩০), মনির হোসেন (৩০), এবং বাবু (২৭)।
শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে তাদের আটক করা হয়।
ঢামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মিজানুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চলছিল। চলাফেরায় অসংলগ্নতা লক্ষ্য করে তাদের আটক করে পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। রোগী এবং স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান ভবিষ্যতেও চলবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, প্রায় প্রতিদিনই স্বজনদের মোবাইল এবং মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া যায়। আনসার সদস্যরা অভিযুক্তদের বহির্বিভাগ থেকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। এ বিষয়ে শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: