• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অবশেষে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের পদত্যাগ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:১০ এএম
অবশেষে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের পদত্যাগ
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

নিউজ ডেস্ক : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান অবশেষে পদত্যাগ করেছেন। বুধবার তিনি অনলাইনের মাধ্যমে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। পদত্যাগপত্রে তাকসিম এ খান তাঁর অসুস্থতার কথা উল্লেখ করে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনে অক্ষমতার কথা বলেছেন।

ঢাকা ওয়াসার একাধিক সূত্র জানায়, তিনি গত পরশু অনলাইনে ওয়াসার কিছু কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি নিজের দপ্তরে আসেননি। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে জানা গেছে তাঁর স্ত্রী ও সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিক।

তাকসিম এ খান ২০০৯ সালে প্রথমবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান এবং এরপর থেকে বারবার তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত তাকসিম এ খান সপ্তমবারের মতো এমডি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে তাঁর পদত্যাগ এবং অবস্থান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image