• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে গাঁজা উদ্ধারসহ গ্রেফতার-০১


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:২২ পিএম
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে
শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজা পাচরেকালে একজনকে গ্রেফতার

মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বুকিং এর সময় ১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।  

পুলিশ সূত্রে জানা যায়, জেলার  পুলিশ সুপার  এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমান এর নেতৃত্বে রোববার  ২৯ সেপ্টেম্বর দুপুর ১ টায় এসআই (নিরস্ত্র)/অলক বিহারী গুণ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে  শ্রীমঙ্গল  মৌলভীবাজার রোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড এর অফিসের সামন হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আলাল (৫৫), ১০ কেজি গাঁজা পাচারকালে তাকে গ্রেফতার। 

গ্রেফতারকৃত মো: আলাল মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সুজাত পুর এলাকার মৃত ছন্দ মিয়ার ছেলে। 
 
জব্দকৃত ১০(দশ) কেজি গাঁজার, আনুমানিক বাজার মূল্য  প্রায় ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো : আমিনুল ইসলাম বলেন,  শ্রীমঙ্গল উপজেলা  মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের জেলা  পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমান  স্যারের সার্বিক দিন নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

গ্রেফতারকৃত আসামী মো: আলাল মিয়াকে বিজ্ঞা আদালতে প্রেরণ করা হয়েছে।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image