
মজিবর রহমান, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীতে পড়ে নাসির উদ্দিন (৫০) নামে একজন নিখোঁজ হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে ট্রলারে করে পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দিন জামাইকে সঙ্গে নিয়ে খেয়া পার হচ্ছিলেন। এ সময় মোবাইলে কথা বলতে বলতে ট্রলারের পেছন থেকে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় । বর্তমানে তাকে উদ্ধারে বরিশাল ও নেছারাবাদ ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরি দল কাজ করছে।
স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তরিকুল ইসলাম জানান,‘উদ্ধারকাজ এখনো অব্যাহত আছে। দ্রুত তাকে উদ্ধার করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: