• ঢাকা
  • মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চিপ রপ্তানিতে ১০ মিলিয়ন ডলার আয় হবে : পলক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্প‌তিবার, ১৬ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:০০ পিএম
পলক, প্রতিমন্ত্রী
তথ‌‌্য ও যোগাযোগ প্রযু‌ক্তি প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০৩১ সালের মধ্যে মেড ইন বাংলাদেশ চিপ রপ্তানি করে ১০ মিলিয়ন ডলার আয় করবে।

বৃহস্পতিবার সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি উল্কাসেমির ১৬ বছর পূর্তি উপলক্ষে ‘টেস্ট ল্যাব’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পলক বলেন, দেশের মেধাবী প্রকৌশলীদের মাধ্যমে আইসিটি বিভাগের এনহেন্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পে ভবিষ্যতমুখী দক্ষ জনশক্তি গড়ে তুলতে ২০ হাজার বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ফ্রন্টিয়ার প্রযুক্তিতে চার হাজার জনকে দক্ষ করা হবে। ১০ বিশ্ববিদ্যালয়ে ভিএলএসআই ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, ৩০০ মিলিয়ন ব্যয় করা সম্ভব না হলেও ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করে অল্পদিনের মধ্যে বুয়েটে একটি ন্যানো ল্যাব স্থাপন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উল্কাসেমি চেয়ারম্যান এনায়েতুর রহমান, উল্কাসেমি সিওও এবং এর সহযোগী প্রতিষ্ঠান টিটন ইলেকট্রনিকসের সিইও মিজানুর রহমান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম, এফবিসিসিআই পরিচালক শাফকাত হায়দার চৌধুরী প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image