
বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর বিরামপুরে এক আবাসিক হোটেলে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত ব্যক্তি পাবনা জেলার সাথিয়া থানার পাইকর হাটি গ্রামের মৃত আব্দুস কুদ্দুসের ছেলে তামিম আহম্মেদ (৪৩)।
১৮ জানুয়ারি বিরামপুর পৌরসভা ৩নং ওয়ার্ডের রেলস্টেশন রোড সংলগ্ন দুপুর ১২ ঘটিকায় বিরামপুর রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় লাশটি পুলিশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত।
তিনি জানান,বিরামপুরের রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে পাবনা জেলার তামিম নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা যাচ্ছে গত রাত থেকে আজ সকাল পর্যন্ত যেকোন সময় এই ব্যক্তি দুর্ঘটনাটি ঘটিয়েছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
ঢাকানিউজ২৪.কম / রেজওয়ান আলী/কেএন
আপনার মতামত লিখুন: