• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

এনআইডির ভিত্তিতে প্রবাসীদের পাসপোর্ট ইস্যু হবে: পররাষ্ট্রমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:২৩ পিএম
এনআইডির ভিত্তিতে প্রবাসীদের পাসপোর্ট ইস্যু
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, এনআইডির ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করা হবে। প্রবাসে বসবাসরত সবাইকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান করা হবে। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটে সেরা করদাতা সম্মাননা ২০২২ প্রদান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, প্রতিবছর ৩০ ডিসেম্বর 'জাতীয় প্রবাসী দিবস' উদ্‌যাপন করা হবে।

সভায় কর কমিশনার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।আরও বলা হয়, গত অর্থবছর সিলেট অঞ্চলে আটশ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৩৭ কোটি টাকা কর আদায় হয়েছে।

অনুষ্ঠানে সিলেট বিভাগ ও মহানগর এলাকার ৩৫ জন করদাতাকে সম্মাননা দেয়া হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image