• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কানাডীয় তদন্তে সহায়তায় ভারতকে আহ্বান যুক্তরাষ্ট্রের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৩৮ পিএম
ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র
অ্যান্টনি ব্লিঙ্কেন ও এস জয়শঙ্কর

নিউজ ডেস্ক:   কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার ঘটনায় দেশটির সঙ্গে ভারতের উত্তেজনা বর্তমানে তুঙ্গে রয়েছে। এর মধ্যেই বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে কানাডার সঙ্গে ভারতের চলমান বিতর্ক নিরসনে হরদীপ সিং হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনে বৈঠক করেন তারা। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তার বিস্তারিত জানানো হয়নি। খবর আল জাজিরা।

এদিন সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি শুধু বলেছেন, শিখ নেতা হত্যার তদন্তে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে কানাডা।

ভারত ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হরদীপ সিং হত্যার ঘটনায় ভারত সরকারকে সরাসরি দায়ী করে দেশটির একজন সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করেছে অটোয়া। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত সরকারও কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করেছে। যুক্তরাষ্ট্রের মিত্র দুটি দেশের মধ্যে অভূতপূর্ব এ ঘটনায় নড়েচড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। ভারত-কানাডার এই বিরোধে সরাসরি কোনো পক্ষ নেয়নি যুক্তরাষ্ট্র, তবে জয়শঙ্করের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠকে এ সংক্রান্ত কানাডীয় তদন্তে ভারতকে সহায়তা করতে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ফলে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর ওয়াশিংটন সফর বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গেও বৈঠক করেছেন। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কের অসাধারণ অগ্রগতি ও তা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image