• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভারি বৃষ্টিপাতে রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধসের শঙ্কা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৩৯ পিএম
বাঁশ ও রশি দিয়ে মজবুত করতে বলা হয়েছ
রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধসের শঙ্কা

নিউজ ডেস্ক:  ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি এবং প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় ভাসানচর-কক্সবাজারের শরণার্থী শিবিরের বেশ কিছু ঘরবাড়ির চাল উড়ে গেছে। এ ছাড়া কয়েকটি বাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে। পাহাড়ের পাশের ক্যাম্পের বাসিন্দাদের মাঝে ভূমিধসের আতঙ্ক বিরাজ করছে। তাদের সতর্ক থাকতে মাইকিং করা হচ্ছে।

দুর্যোগ মোকাবিলায় ক্যাম্পে সাড়ে তিন হাজার ভলান্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে বলে জানান কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের (আরআরআরসি) কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, ‘আমরা ভয়ে আছি, ভারী বৃষ্টিপাত হলে ক্যাম্পে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ক্যাম্পে অতি ঝুঁকিপূর্ণদের চিহ্নিত করে কাল থেকে সরিয়ে নেওয়া হবে। ইতোমধ্যে নোয়াখালীর ভাসানচর ও কক্সবাজারের শিবিরে কিছু ঘরবাড়ির টিন-চাল উড়ে গেছে। সেগুলোর বিষয়ে আমরা কাজ করছি।’

তিনি বলেন, ‘সব রোহিঙ্গা শিবিরে কমিটি করা হয়েছে। মাইকিং করে লোকজনকে সতর্ক থাকার পাশাপাশি ক্যাম্পের দুর্বল ঘরগুলো বাঁশ ও রশি দিয়ে মজবুত করতে বলা হয়েছে।’

এ বিষয়ে টেকনাফ লেদা রোহিঙ্গা শিবিরের ডেভেলমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, ‘ঘূর্ণিঝড়ের বিষয়ে সকালে ক্যাম্পে মাইকিং করে সবাইকে সর্তক করা হচ্ছে। এ ছাড়া পাহাড়ে ঝুকিঁপূর্ণ বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের পাশের স্কুল এবং খাদ্য বিতরণ সেন্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।’

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ইউনুস জানান, প্রাকৃতিক দুর্যোগ আঘাত আনতে পারে, এমন আশঙ্কার খবর ক্যাম্পে প্রচার করা হচ্ছে। তাদের ক্যাম্পটি পাহাড়ের পাশে এবং ঘরগুলো ঝুপড়ি হওয়ায় তারা আতঙ্কিত।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image