• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

খুলনায় জামায়াতের সেমিনার, সংকট উত্তরণের একমাত্র পথ মহানবীর (সা.) আদর্শ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:২৫ পিএম
সংকট উত্তরণের একমাত্র পথ মহানবীর (সা.) আদর্শ
খুলনায় জামায়াতের সেমিনার

খুলনা প্রতিনিধি : শুক্রবার (২০ সেপ্টেম্বর) খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হলো 'আধুনিক বিশ্বের সংকট উত্তরণে বিশ্বনবী (সা.) এর আদর্শ' শীর্ষক সিরাতুন্নবী (সা.) সেমিনার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, "বিশ্ব আজ সংকটে নিমজ্জিত। ইসলামী জীবন ব্যবস্থা আমাদের সংকট থেকে মুক্তির পথ দেখায়, যা রাসূলুল্লাহ (সা.) এর আদর্শের মাধ্যমেই সম্ভব।"

সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক মাহফুজুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন প্রফেসর ড. মঞ্জুর মাহমুদ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আছম তরীকুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে তিনি মহানবীর (সা.) আদর্শের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, "বিশ্বের সংকট থেকে মুক্তির একমাত্র উপায় মহানবীর আদর্শ বাস্তবায়ন।"

বক্তারা বলেন, মহানবী (সা.) কে আল্লাহর রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে, এবং তাঁর আদর্শ মেনে চলার মাধ্যমে বর্তমান সংকট মোকাবিলা করা সম্ভব। তারা সতর্ক করেন যে, যারা মহানবীর আদর্শ থেকে দূরে সরে গেছেন, তারা সংকটে আরও বেশি ডুবতে বাধ্য হচ্ছেন। 

সেমিনারে রাজনৈতিক অস্থিরতা, বিচার বিভাগের সংকট, এবং সামাজিক সমস্যাগুলো আলোচনা করা হয়। বক্তারা জানান, স্বৈরচারী সরকার ও কর্তৃত্ববাদী শাসনের কারণে দেশের জনগণ মারাত্মক সংকটের মধ্যে রয়েছে। মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মাধ্যমে এই সকল সংকটের সমাধান সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন। 

সেমিনারের শেষে উপস্থিত বক্তারা সবাইকে মহানবীর (সা.) আদর্শে ফিরে আসার আহ্বান জানান, যাতে করে বিশ্বব্যাপী চলমান সংকটগুলো সমাধান করা যায়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image