
হেলালুর রহমান জুয়েল, চাটমোহর (পাবনা) সংবাদদাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনার চাটমোহর পৌরসভার আয়োজনে বিশাল মোটরসাইকল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় চাটমোহর পৌরসভা কার্যালয় চত্বর থেকে পৌর মেয়র,পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবনা-৩ আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখোর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম,বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টার, পৌরসভার প্যানেল মেয়র এখলাসুর রহমান, পৌরসভার কাউন্সিলর কামরুর হাসান মিন্টু, কাউন্সিলর মাহাতাব হোসেন, কাউন্সিলর অপু,কৃষকলীগ নেতা আঃ মান্নান মুন্নাফসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল শোভাযাত্রাটি পৌরসভা থেকে শুরু হয়ে উপজেলার ১১টি ইউনিয়ন প্রদক্ষিণ করে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: