• ঢাকা
  • মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ব্রাজিলের জয়ে সারা দেশে আনন্দ উৎসব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৪৭ এএম
ব্রাজিলের জয়ে
সারা দেশে আনন্দ উৎসব

নিউজ ডেস্ক : ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি ব্রাজিলের হবে বলে আশা সমর্থকদের। সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিলের বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় সমর্থকদের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। জয়ের পর দেশের বিভিন্ন এলাকায় বের হয় আনন্দ র‌্যালি। 

সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ। এর আগ থেকেই বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন ফুটবলপ্রেমীরা। প্রথমার্ধে কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় উদ্বেগ আর উৎকণ্ঠা দেখা দেয় সমর্থকদের মাঝে।

দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে সুইজারল্যান্ডের জালে বল জড়ানোর সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকরা। বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় খুশি ভক্ত-সমর্থকরা।

তারা বলেন, ক্যাসেমিরো অসাধারণ খেলেছে। ব্রাজিল সবসময়ই জিতবে আশা করি। এবারের বিশ্বকাপ ব্রাজিলের ঝুলিতেই থাকবে। পরে ব্রাজিলের ভক্ত-সমর্থকরা বিভিন্ন স্থানে র‌্যালি বের করে সড়ক প্রদক্ষিণ করে।

ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি ব্রাজিলের হবে বলে আশাবাদী সমর্থকরা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image