• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শার্শায় ফেন্সিডিলসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ৩১ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:০০ পিএম
শার্শায় ফেন্সিডিলসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক
ফেনসিডিলসহ আটক শেখ মফিজুর রহমান (২৯)।

শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শায় সাবেক ছাত্রলীগ নেতা ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি শেখ মফিজুর রহমান (২৯) কে ১০০ বোতল ফেনসিডিল সহ আটক করেছে বিজিবি।

শনিবার (৩১ আগষ্ট) বিকালে বুজতলা টু পান্তাপাড়া ব্রিজের উপর থেকে ফেন্সিডিল ও পত্রিকার স্টিকার লেখা হোন্ডা মটরসাইকেল সহ তাকে আটক করে।

আটক শেখ মফিজুর রহমান বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে জাতীয় সংবাদিক সংস্থার শার্শা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলো।

বেনাপোল আমড়াখালী কোম্পানী কমান্ডার মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্তে হতে যশোরগামী কয়েকজন মাদক ব্যবসায়ী গ্রামের পথ ব্যবহার করে মটরসাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। 

এসময় বিজিবির একটি আভিযানিক দল পান্তাপাড় ব্রিজের উপর অভিযান পরিচালনা করে শেখ মফিজুর রহমান মফিজ নামে ১ জনকে আটক করে। এসময় মফিজের ঘাড় ব্যাগ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও বাইকের সিজার মূল্য ২,১১,৫০০/-(দুই লক্ষ এগারো হাজার পাঁচ শত টাকা)। 

ফেন্সিডিল সহ আটক মফিজ একটি পত্রিকার কার্ড বহন করে তার ব্যবহারিত মটরসাইকেলে স্টিকার লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে দীর্ঘদিনধরে ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/আশরাফুল

আরো পড়ুন

banner image
banner image