• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঝিনাইগাতীতে ২৯৮ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:১১ পিএম
ঝিনাইগাতীতে ২৯৮ বোতল
ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক

জাহিদুল হক মনির, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ২৯৮ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে থানা পুলিশ। 

রবিবার (১২ মার্চ) ভোরে উপজেলার কদমতলী বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে ঝিনাইগাতী বাজার থেকে শেরপুরগামী একটি প্রাইভেটকারকে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ সদস্যদের। এসময় বাজারে কর্তব্যরত পুলিশের এসআই মাসুদ রানা ও এএসআই আতিক প্রাইভেটকারটিকে সিগন্যাল দিলে দ্রুতগতিতে শেরপুরের দিকে যেতে থাকে গাড়িটি। 

পরে পুলিশ সদস্যরা প্রাইভেটকারটিকে আটক করতে ধাওয়া করলে তিনানী বাজার হয়ে কদমতলী বাজারে গিয়ে পাশের একটি সড়কে প্রাইভেটকারটি রেখে চালকসহ আরোহীরা পালিয়ে যায়। 

এ সময় প্রাইভেটকারের পিছনের অংশে ১২টি প্যাকেট থেকে ২৯৮ বোতল ফেনসিডিল  উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূইয়া বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image