
বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর: শীতের মাঝে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি,কঠিন শীতের প্রকটের বাঁধা উপেক্ষা করে বোরো চাষে ব্যস্ত কৃষক। এমনই চিত্র দেখা যায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কৃষকের বোরো ধানের চারা রোপনের চিত্র৷ এরই ধাঁরাবাহিকতায় উপজেলায় প্রায় এলাকায় প্রতিটি কৃষি জমিতে বছরের প্রধান আগাম জাতের ধান রোপণ করা আরম্ভ করেছে ৷
৫ই ফেব্রুয়ারি, শনিবার সরোজমিনে উপজেলার দিওড়, খাঁনপুর,পলি প্রয়োগ পুর, মুকুন্দপুর, কাটলা, জোতবানি ও পৌরসভার সহ বিভিন্ন স্হানে কৃষকেরা তাদের জমিতে বোরো ধানের চারা রোপণ কাজে ব্যস্ত হয়ে পড়ার চিত্র অবলোকন করা যায়।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার নিকছন চন্দ্র পালের নিকট জানতে চাইলে তিনি বলেন, এবারে উপজেলার পৌর এলাকা সহ ৭টি ইউনিয়নে ১৫ হাজার ১০০হেক্টর জমিতে বোরো রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
বোরো আবাদ বৃদ্ধি করণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে ৪ হাজার ৬১০জনকে হাইব্রিড জাতের বীজ এবং ১ হাজার ৭৭০জনকে উচ্চ ফলনশীল জাতের বীজ সহ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উক্ত প্রস্তুতকৃত জাতের চারার মধ্যে রয়েছে ব্রি-২৮, ২৯, ৭৪, ৮১, ৮৯, ৯২, বিনা-১৮, জিরাশাইল ও বিভিন্ন রকমের হাইব্রিড ধান।
তিনি আরও বলেন এবারে কৃষকেরা আমাদের পরামর্শ অনুযায়ী চাষ করলে আবাদে সফলতা বয়ে আনবে বলে জানান।।
ঢাকানিউজ২৪.কম / রেজওয়ান আলী/কেএন
আপনার মতামত লিখুন: