
ডেস্ক রিপোর্টার: গণফোরাম সভাপতি পরিষদের অন্যতম সদস্য এডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ (কুড়িগ্রাম) এর সহধর্মিণী মমতাজ বেগম গতকাল সকাল ১০.৪৫ মি. খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজীউন)।
মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭১। তিনি স্বামী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী এক বিবৃতিতে বলেন, আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: