• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫৮ পিএম
৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী 

বিজয়কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ-মিঠামইন উপজেলা সদরে অবস্থিত মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ১০ই সেপ্টেম্বর শনিবার কলেজ প্রাঙ্গনে এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক ড.জেড এম পারভেজ সাজ্জাদ( উপাচার্য বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিশ্ব বিদ্যালয়) কিশোরগঞ্জ।

অনুষ্ঠানের শোভাযাত্রার পর আনুষ্ঠানিক ভাবে কেক কাটেন কলেজের প্রতিষ্ঠা অধ্যক্ষ  মুক্তিযোদ্ধা আবদুল হক নুরু। প্রধান অতিথি কে কেক খাইয়ে দেন মিঠামইন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুক আহমেদ সিদ্দিকী।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শাহজাহান মিয়া,  জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব, সদর ইউ,পি চেয়ারম্যান  এ্যাডঃ শরীফ কামাল, ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ রইছ উদ্দিন ( সাবেক চেয়ারম্যান কাটখাল), মোখলেছুর রহমান ভুঁইয়া ( চেয়ারম্যান ঘাগড়া ইউনিয়ন পরিষদ),মোহাম্মদ তাজুল ইসলাম (চেয়ারম্যান কাটখাল), মোঃ আনোয়ার হোসেন (চেয়ারম্যান গোপদিঘী) প্রমুখ।এছাড়াও কলেজের প্রভাষক মিঠামইন সদরের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গণ আলোচনায় অংশ নেয়। পরে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image