• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

স্পেনের মাদ্রিদে শারদীয় দুর্গাপূজার উৎসব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:০৬ এএম
নেপাল ও ভারতের পশ্চিম বাংলার প্রবাসীও অংশ নেন
উৎসবমূখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন

নিউজ ডেস্ক:   স্পেনের রাজধানী মাদ্রিদে বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা। প্রতি বছরের মতো বাঙালি অধ্যুষিত এলাকায় অস্থায়ী পূজামণ্ডপে সনাতনী সম্প্রদায়ের প্রবাসী বাংলাদেশিরা উৎসবমূখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করেন। বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এ পূজামণ্ডপ আরাধনার পাশাপাশি ছিল মিলনমেলার ক্ষেত্রও।

মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলরুমে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে অস্থায়ী পূজামণ্ডপে পাঁচ দিনব্যাপী আয়োজনে বাংলাদেশি ছাড়াও নেপাল ও ভারতের পশ্চিম বাংলার অনেক প্রবাসীও অংশ নেন।

স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সারোয়ার মাহমুদ বুধবার মাদ্রিদের পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি সনাতনী সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতা অর্জনে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের সব বাঙালি রক্ত দিয়েছে। তাই এ দেশ সবার। সব ধর্মেই বলা আছে, মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা। এ দেশ সাম্প্রদায়িক নয়। বঙ্গবন্ধুর বাংলাদেশ অসাম্প্রদায়িকৎ।’

আমন্ত্রিত অতিথি হিসেবে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন স্পেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ কে পাটনায়েক। পরিদর্শনকালে তিনি বলেন,‘দশমীই মূলত দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ। মানুষের মনের আসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। সনাতন ধর্মাবলম্বীদের পূজা আয়োজনের প্রশংসা করেন ভারতের রাষ্ট্রদূত।

সেসময় সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আই আর এস রবিন, সাধারণ সম্পাদক রিজভী আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, সহ-সভাপতি একরামুজ্জামান কিরণ, যুগ্ম সম্পাদক তামিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক ওহিদুজজ্জামান ওহিদ।

রাষ্ট্রদূত ও অতিথিদের স্বাগত জানান মাদ্রিদে পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী, উপদেষ্টা উত্তম মিত্র, শ্যামল দেবনাথ, শংকর রায়, সুব্রত মল্লিক, তাপস দেবনাথ, আপন মণ্ডল, উজ্জল সাহা, পলাশ সাহা, রাখাল দেব, দিলীপ সূত্রধর, জয় সাহা, পলাশ সাহা, সুশীল সূত্রধর প্রমুখ।

উৎসবমুখর পরিবেশে প্রবাসে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পেরে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নেতারা বলেন, আনন্দের এই শুভ দিনে মায়ের আশীর্বাদে দেশে ও বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করবে, আগামী দিনগুলো আরও সুন্দর হয়ে উঠবে, সকল পাপ ও পঙ্কিলতা দূর হয়ে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে এমনটাই আমাদের প্রত্যাশা।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image