
সাহাদাত হোসেন কাজল, দুর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা দুর্গাপুর পৌর শহরের পশ্চিম চকলেংগুরা বালিকা রেজি. স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষিকা মরহুমা শাহানা বেগম স্মরনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা কমিটির উদ্যেগে পশ্চিম চকলেংগুরা বালিকা রেজি: স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা মিলনাতয়নে এ শোক সভা ও দোয়া মাহফিল হয়। শোক সভায় উপজেলা কমিটির সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে শিক্ষক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় মরহুমের জীবনীর উপর আলোচনা করেন সংগঠনের সহ সভাপতি মো. আবদুর রহমান , মো. মোখশেদ আলী, মাও. আলা উদ্দিন, মো. সুলাইমান কবির, শিক্ষিকা জরিনা খাতুন, মোছা. রুখিয়া খাতুন ।
এ সময় উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সকল শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। শোক সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়। গত ৩০শে জুলাই শুক্রবার ঢাকার একটি হাসপাতালে স্টোক জনিত তিনি মৃত্যুবরন করেন।
ঢাকানিউজ২৪.কম / নেত্রকোনা দুর্গাপুর পৌর শহরের পশ্চিম চকলেংগুরা বালিকা রেজি. স্বতন
আপনার মতামত লিখুন: