• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

করোনায় চট্টগ্রামে নতুন ৭০ জন শনাক্ত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:২৬ পিএম
করোনায় ৭০ জনের শনাক্ত
করোনা

নিউজ ডেস্ক : ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ নতুন ৭০ জনের দেহে সংক্রমণ চিহ্নিত হয়েছে। আক্রান্তের হারও বৃদ্ধি পেয়ে ১৩ দশমিক ৬৯ শতাংশ হয়েছে। করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

আগের ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে ৫৮ জন শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ছিল ১১ দশমিক ১৩ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট ও নগরীর আট ল্যাবরেটরিতে গতকাল ৫১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৭০ জনের মধ্যে শহরের বাসিন্দা ৫০ জন ও উপজেলার ২০ জন।

উপজেলার ২০ জনের মধ্যে পটিয়ায় ৫ জন, হাটহাজারী ও আনোয়ারায় ৪ জন করে, সাতকানিয়ায় ৩ জন এবং রাউজান ও বাঁশখালীতে ২ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৭ হাজার ২০৬ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৬০৬ জন এবং গ্রামের ৩৪ হাজার ৬০০ জন।

গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহর ও গ্রামে কেউ মারা যাননি।  মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৮ জন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image