জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২ ঘটিকায় নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ১৪ জন পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১ লাখ ৪০ হাজার টাকার নগদ আর্থিক অনুদান প্রদান করেন, তাছাড়া প্রতিবন্ধী ও পুঙ্গ ১৬ জন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা এএফএম আজিজুল ইসলাম পিকুল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো.আবদুল মজিদ,বিএনপি নেতা আবল কালাম আজাদ,আব্দুল মান্নান মাষ্টার,পৌর কাউন্সিলর রফিকুজ্জামান ভূইয়া মনির, এম এ আলমগীর সরকার, আানোয়ার মাষ্টার,জামাত নেতা মাওলানা শামসুদ্দিন, যুবদল নেতা বাবু পল্লব রায়, ইসলামী আন্দোলন নেতা মাওলানা আব্দুল আহাদ, ছাত্র আন্দোলনের সমন্বয়ক দূর্জয়, তানভীর শাহরিয়ার জিটু সহ উপজেলা বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দ ও ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। উক্ত বিতরণ কার্যক্রমের পূর্বে জেলা প্রশাসক মুফিদুল আলম নান্দাইল মডেল থানা, নান্দাইল পৌরসভা কার্যালয়, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
পরে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: