• ঢাকা
  • বুধবার, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইসরাইলী বিমান হামলায় সিরিয়ায় ৪ জন নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:০৫ পিএম
ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়
ইসরাইলী বিমান হামলা

নিউজ ডেস্ক: সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরাইলী বিমান হামলায় একজন সিরীয় সৈন্য ও ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়েছে। বুধবার ব্রিটেন ভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা এ খবর জানায়।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এর আগে সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল হোমস প্রদেশের পালমিরা শহরের কাছে এই হামলায় একজন সৈন্য নিহত ও আরো তিনজন আহত হয়েছে।

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, পালমিরার পূর্বাঞ্চলে ইরানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে একজন সিরিয়ান সৈন্য ও ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়।

তবে ইরানপন্থী এই তিন যোদ্ধার পরিচয় প্রকাশ করা হয়নি। গত সপ্তাহে একই বিমানঘাঁটিতে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানপন্থী দুই যোদ্ধা নিহত হয়েছে। ওই হামলায় আরো ছয় সৈন্য আহত হয়।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল নিয়মিতভাবেই দেশটির অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে আসছে। মূলত সিরিয়ার সরকারি বাহিনী এবং ইরান ও হিজবুল্লাহ বাহিনী লক্ষ্য করে তেলআবিব এসব হামলা চালায়।

সুত্র: বাসস

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image