• ঢাকা
  • সোমবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

প্রিমিয়ার লিগে আবাহনী বিদেশি কোচ এবং ফুটবলার ছাড়াই খেলবে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৪ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:০৯ পিএম
প্রিমিয়ার লিগে আবাহনী
বিদেশি কোচ এবং ফুটবলার ছাড়াই খেলবে

নিউজ ডেস্ক:  প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনীর ঘরে বিদেশি কোচ আসার কথা ছিল। সেটি হচ্ছে না, আগেই জানিয়েছিল আবাহনী। এবার আনুষ্ঠানিকভাবে আবাহনী জানিয়ে দিয়েছে বিদেশি কোচ এবং বিদেশি ফুটবলার ছাড়াই লিগে খেলবে আবাহনী।আবাহনী তাদের দেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। গতকাল ছিল খেলোয়াড় দলবদলের শেষ দিন। 

ফিফার অনুমতি নিয়ে তিন দিন বাড়ানো হয়েছিল। মোহামেডানসহ অন্যান্য দলও খেলোয়াড় রেজিস্ট্রেশন করিয়েছে। আবাহনী খেলোয়াড় রেজিস্ট্রেশনের প্রথম দিকেই ২১ ফুটবলার রেজিস্ট্রেশন করায়। মাঝে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়। আবাহনী আরও ১১ জন ফুটবলার রেজিস্ট্রেশন করিয়েছে বলে জানিয়েছেন ক্লাবটির ফুটবল ম্যানেজার নজরুল ইসলাম। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন কিংস থেকে আসা ইব্রাহিম, সজীব, শেখ রাসেলের স্ট্রাইকার সুমন রেজা রয়েছেন। 

আবাহনী বিদেশি ফুটবলার ছাড়াই খেলবে। গত মৌসুমের অধিনায়ক মালির ফুটবলার সুলায়মান দিয়াবাতে মোহামেডানের অধিনায়ক থাকছেন। উজবেকিস্তানের মোজাফরভ আছেন, এই ফুটবলার গত মৌসুমে দারুণ ভূমিকা রেখেছেন। তাকে ছাড়েননি কোচ আলফাজ এবং ম্যানেজার নকিব। গত মৌসুমের ৬ বিদেশির মধ্যে ৪ জন রয়েছেন, নতুন ঢুকেছেন ২ জন। নকিব জানিয়েছেন, ৩৭জন ফুটবলার রেজিস্ট্রেশন করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image