
নিউজ ডেস্ক: শেখ হাসিনা স্বপ্ন দেখালে তা বাস্তবায়ন করেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি। তিনি বলেন, ‘দেশের কল্যাণমূলক কাজের জন্য শেখ হাসিনা সরকারের ধারবাহিকতা দরকার। দেশের উল্লেখযোগ্য ও বড় বড় উন্নয়ন প্রকল্প বর্তমান সরকার করেছেন। শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন এবং তা বাস্তবায়ন করেছেন। পরবর্তীতে উন্নয়নের মধ্যে মেগা প্রকল্প হবে শিক্ষা ও স্বাস্থ্য।’
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এক সাংবাদিক সমাবেশে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের সব ক্ষেত্রে উন্নয়নের কারণে আমরা উন্নত জীবনযাপন করতে পারছি। পরবর্তী প্রজন্মের জন্য আরও উন্নত দেশ গড়ার জন্য শেখ হাসিনা সরকার প্রয়োজন। সামনে যে নির্বাচন (রয়েছে), সেই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুস্থ করার জন্য সাংবিধানিক আইন অনুসরণ করছে সরকার।
তিনি আরও বলেন, ‘বিভিন্ন জরিপে উঠে এসেছে দেশের ৭০ ভাগ মানুষের আস্থা শেখ হাসিনার ওপর। এর কারণ হাচ্ছে এই সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন করেছেন। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতির বেশিও কাজ করেছেন।’
‘আমরা যারা রাজনীতি করি তারা অনেক সময় কারণে হেডলাইন হয়ে যাই। কিন্তু যখন অকারণে হেডলাইন তখন খুবই দুঃখ পাই। আশা করি আপনারা এই বিষয়ে আরো সচেষ্ট হবেন’
- ডা. দীপু মণি
মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়
মন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় এসে আগের অনেক জনপ্রতিনিধির বাড়ীর সামনের উন্নয়ন কাজগুলোও করে দিতে হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে আমরা যদি সেবা দিয়ে থাকি, তাহলে জনগণ আমাদেরকে আবারও সুযোগ করে দিবে। আমরা বিশ্বাস করি আবারও নৌকার বিজয় হবে। আর সাংবাদিক হিসেবে আপনারা অতীতের ন্যয় সব সময় আমাদের ভাল কাজে সহযোগিতা করবেন।’
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘চাঁদপুরের সাংবাদিকদের ইতিহাস অনেক পুরনো ও সমৃদ্ধ। এখান থেকে প্রকাশিত অনেকগুলো পত্রিকা শুরু থেকে তাদের মান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তবে অনেকে পত্রিকায় চটকদার হেড লাইন ব্যবহার করলেও ভেতরে তথ্যবহুল কিছুই পাওয়া যায় না। সাংবাদিকতায় বস্তুুনিষ্ঠতা ও নির্মোহতা অনুসরণ করবেন। আমরা যারা রাজনীতি করি তারা অনেক সময় কারণে হেডলাইন হয়ে যাই। কিন্তু যখন অকারণে হেডলাইন তখন খুবই দুঃখ পাই। আশা করি আপনারা এই বিষয়ে আরো সচেষ্ট হবেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: