
মোঃ আব্দুস সাত্তার, জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ফুলবাড়ী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহি ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংর্ঘষে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে।
বুধবার ৩ মে সকাল ৯ টার দিকে উপজেলার চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, পৌর শহরের ধুপি পাড়া এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম(৫৫) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪)
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় পার্বতীপুর থেকে ভ্যানে করে দুই যাত্রী ভবাণীপুরের দিকে যাচ্ছিলো এসময় বিপরীত দিক থেকে ট্রাকটি ফুলবাড়ী থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিলো এসময় চান্দাপাড়া এলাকায় পৌছালে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয় এসময় ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘাতক ট্রাক ও ট্রাকের চালক কে আটক করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে পরিবারের সদস্যরা আসলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: