
শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : চা দিবসের সংকল্প, শ্রমিক বান্ধব চা শিল্প' এই প্রতিপাদ্যেময়মনসিংহের গৌরীপুরে জাতীয় চা দিবস উদযাপিত হয়েছে। রবিবার (৪ জুন) বিকেলে হারুন টি-হাউজের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় চা দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
মধ্যবাজার ধানমহাল হারুন টি-হাউজের সামনে থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
হারুন টি-হাউজের সত্ত¡াধিকারী মোঃ হারুন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রইছ উদ্দিন, স্বজন সমাবেশের সভাপতি উপাধ্যক্ষ এমদাদুল হক, শারীরিকবিদ সমিতির উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল মোমেনীন, উদীচী গৌরীপুর শাখা সংসদের সভাপতি ওবায়দুর রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, সাবেক ছাত্রলীগ নেতা নাজিমুল ইসলাম শুভ, ব্যবসায়ী শংকর ঘোষ পিলু প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: