
মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর ফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে ৪ জন ভিক্ষুককে ৫টি করে ছাগল বিতরণের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে।
গত (১৪ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা সমাজকল্যাণ পরিষদ এর অর্থায়নে ভিক্ষুকদের হাতে ছাগল তুলে দেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান জানান, প্রথম পর্যায়ে ৫০ হাজার টাকা বরাদ্দের মধ্যেই উপজেলার ৪ জন ভিক্ষুককে ৫টি করে ছাগল দিয়ে পুর্নবাসন করা হয়।
ঢাকানিউজ২৪.কম / মোঃ হারুন-উর-রশীদ
আপনার মতামত লিখুন: