• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শেরপুরে এসিল্যান্ড পরিচয়ে প্রতারণার চেষ্টা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৩৬ পিএম
শেরপুরে এসিল্যান্ড পরিচয়ে প্রতারণার চেষ্টা
সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির

মো. জাহিদুল হক মনির, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এসিল্যান্ড পরিচয়ে মোবাইলে কল দিয়ে প্রতারণা চেষ্ঠার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ নিয়ে শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির নিজেই এটি পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন- সতর্কীকরণ বিজ্ঞপ্তি। এসিল্যান্ড, ঝিনাইগাতী, শেরপুর পরিচয় দিয়ে জনৈক প্রতারক অসাধু উদ্দেশ্য হাসিলের জন্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে কল করছেন। ইতোপূর্বেও ভিন্ন একটি নম্বর  থেকে এধরণের প্রতারণার চেষ্টা করা হয়েছে। এবিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।  প্রতারকের মোবাইল নং- ০১৯৩৪৪৭০৫৯৬।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির বলেন, মোবাইল ফোনে কল দিয়ে এসিল্যান্ড পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ পেয়েছি। 

বিষয়টি আমরা পর্যক্ষেণ করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এসিল্যান্ডের নামে কেউ টাকা দাবি করলে না দেওয়ার অনুরোধ করেছেন এবং তাকে অবগত করার জন্য বলেন তিনি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image