
ডেস্ক রিপোর্টার: বিখ্যাত মেলোডি কিং বাপ্পি লাহিড়ির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত পবনহংস মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় এই বাঙালি সংগীতশিল্পীর। যুক্তরাষ্ট্র থেকে ফিরে অন্ত্যেষ্টিক্রিয়া করেন তার ছেলে বাপ্পা লাহিড়ি।
এর আগে, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ৬৯ বছর বয়সে মুম্বাইয়ের হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ি। বুধবার সকালে কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুর খবর প্রকাশ্যে আনা হয়।
বাপ্পি লাহিড়ির গান মুগ্ধ করেছে প্রজন্মের পর প্রজন্মকে। আশির দশকে হিন্দি ছবির গানের দিশা বদলে দিয়েছিলেন এই বাঙালি সংগীত পরিচালক। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি।
হিন্দিতে ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন তিনি। গেয়েছেন অসংখ্য গান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: