• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মাহবুব তালুকদারের দাফন সম্পন্ন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৬ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৪৬ পিএম
লাশবাহী গাড়িটি বুদ্ধিজীবী কবরস্থানে পৌঁছায়
মাহবুব তালুকদার

নিউজ ডেস্ক:    রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে দাফন করা হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে তাকে সমাহিত করা হয়।

বিকেল পৌনে চারটার দিকে বারিধারার বাসা থেকে মাহবুব তালুকদারের মরদেহ নিয়ে রওনা করেন তার স্ত্রী নিলুপার বেগম, দুই মেয়ে আইরিন মাহবুব ও আফরিন মাহবুব এবং ছেলে শোভন মাহবুব। বিকেল সাড়ে চারটার দিকে মাহবুব তালুকদারের লাশবাহী গাড়িটি বুদ্ধিজীবী কবরস্থানে পৌঁছায়।

এর আগে বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাহবুব তালুকদারের জানাজা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গত বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন মাহবুব তালুকদার। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image