• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

উখিয়ায় ঘোড়া জবাই, কসাই মাহবুব আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৫৯ এএম
উখিয়ায় ঘোড়া জবাই
কসাই মাহবুবকে আটক করেছে র‍্যাব

জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় রাতের আঁধারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির অভিযোগে মাহবুব আলম (৩০) নামে এক কসাইকে আটক করেছে র‌্যাব। 

বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে রামুর গহীন পাহাড় থেকে তাকে আটক করা হয়। আটক মাহবুব আলম উখিয়া হলদিয়া পালং এলাকার বাসিন্দা। তিনি পেশায় কসাই। র‌্যাব-১৫ এর সিপিসি-১ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, পবিত্র শবে কদর উপলক্ষ্যে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা অভিযানে নামি।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত কসাই। তিনি বারবার স্থান পরিবর্তন করছিলেন। তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আমরা জানতে পারি যে তিনি রামুর একটি গহীন পাহাড়ে অবস্থান করছেন।

পরে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই।আটকের পর জিজ্ঞাসাবাদে কসাই মাহবুব জানান , তিনি এই পর্যন্ত ৩০টির বেশি ঘোড়া জবাই করে বিক্রি করেছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের অসুস্থ ঘোড়াগুলো যখন মালিক ফেলে চলে যেতেন, তখন তিনি টার্গেট করে থাকতেন। পরে চিকিৎসার নাম করে জবাই করে বিক্রি করতেন। আটককৃত মাহবুব আলমের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image