
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাজি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১১টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরো বলেন, কড়াইল বস্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের ব্যাপকতা বেশি থাকায় পরে আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। মোট পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঢাকানিউজ২৪.কম / এম আর
আপনার মতামত লিখুন: