ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠ পদে জয় লাভ করেছে। নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৯টি পদে বিজয়ী হয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা।

অন্যদিকে ৪টি পদে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ৪’শ ৪ জন ভোটারের মধ্যে ৩’শ ৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

পরবর্তীতে ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজগর হোসেন।

ভোট গণনা করে এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থি আইনজীবী মো. মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থি মো. রফিক উল্লাহ।

বাকিরা হলেন- সহ-সভাপতি মো. আবদুল মজিদ, মো. সামছু উদ্দিন, সহ সম্পাদক কামরুল হাসান রনি, আরাফাত হোসাইন সুমন, পাঠাগার সম্পাদক মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. রেহানুল ইসলাম, অডিটর জিহাদ হোসেন, সদস্য আমিরুন নাহিন নেপচুন, নিগার হায়দার, মো. শিহাব উদ্দিন, মো. রাসেল হোসেন, মো. জাকির হোসেন মোহন এবং মো. সাইফুল ইসলাম দীপু।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular