ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রীজ আছে, নেই সংযোগ সড়ক

ব্রীজ আছে, নেই সংযোগ সড়ক

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা: জামালপুরের ইসলামপুরে ব্রীজ আছে নেই সংযোগ সড়ক। ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজে না আসায় ক্ষোভ এলাকাবাসীর।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,জামালপুরের ইসলামপুর উপজেলার কাচিহারা এলাকায় ধানক্ষেতে মাথা উঁচু করে দাড়িয়ে আছে একটি সেতু । সেতু-কালভার্ট প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে ১০ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রশস্ত এই সেতুটি ৩৭ লাখ ২১ হাজার ১৭০টাকা ব্যয়ে নির্মাণ করে স্থানীয় পৌরসভা।

সেতু থাকার পড়েও কৃষকের ফসল ঘরে তুলতে পোহাতে হয় বিড়ম্বনা, রোগীদের হাসপাতালে সঠিক সময়ে পৌঁছাতে হিমসিম খেতে হয় স্বজনদের। বর্ষাকালে শিক্ষার্থীদেরও পোহাতে হয় দুর্ভোগে। সেতু থাকলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় ভোগান্তির সীমা নেই এলাকাবাসীর। সংযোগ সড়ক নির্মান করে সেতুটি ব্যবহার উপযোগী করার দাবী জানান স্থানীয়রা। সেতুটির সংযোগ সড়ক নির্মান সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তৌহিদুর রহমান,সরজমিনে তদন্ত করে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular