ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরজামায়াত আমিরের লক্ষ্মীপুর আগমন উপলক্ষে বর্ণাঢ্য মিছিল

জামায়াত আমিরের লক্ষ্মীপুর আগমন উপলক্ষে বর্ণাঢ্য মিছিল

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের লক্ষ্মীপুর আগমন উপলক্ষে রায়পুর উপজেলা জামায়াতে ইসলামী এক বিশাল বর্ণাঢ্য মিছিল বের করেছে।

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে রায়পুর পৌর শহরের আলিয়া মাদ্রাসা এলাকা থেকে এ মিছিলটি শুরু করে।

পরবর্তীতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ করে।

রায়পুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বাগত মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মিছিলে উপস্থিত ছিলেন – জেলা আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা আমির মাওলানা নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল, পৌর আমির মাওলানা ফজলুল করিম, পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব প্রমুখ।

আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুর জেলায় আসবেন।

তিনি আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন।

শহরের বিভিন্ন জায়গায় ব্যানার, পোস্টার ও ফেস্টুনে সাজানো হয়েছে। সর্বত্র সাজসাজ রব পরিলক্ষিত হচ্ছে।

জেলা আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘আমিরে জামায়াতের এ সফর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপস্থিতি আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular