ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ ভালুকায় নিজস্ব সম্পত্তিতে ভবন নির্মাণ কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় জমির কেয়ারটেকার আঃ মজিদ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় অভিযোগ করেছেন। এছাড়াও ওই অভিযোগে ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার মিরপুর এলাকার মোঃ আঃ সালাম ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় বছর আগে ৯৭৪ নং খতিয়ানের ১৩৪ নং সাবেক দাগে জমি ক্রয় করে মার্কেট, মসজিদ করেন। সম্প্রতি মসজিদের পাশের জায়গায় একটি ভবন নির্মাণ কাজ শুরু করেন।
গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ওই এলাকার মৃত খলিল মিয়ার ছেলে মোঃ নান্নু লাল (৩৯), চান মিয়া (৪২), ফাইজ উদ্দিনের ছেলে খোকন মিয়া (৪০), মৃত আঃ সালামের ছেলে মোঃ মিজান (২৫) সহ অজ্ঞাত আরো ৫-৬ জন এসে বাধা দেয়। এর আগেও তারা বিভিন্ন সময় এসে কাজে বাধা দিতেন।
ওইদিন আনুমানিক সকাল ১১ টার দিকে অভিযুক্তরা দা, লাঠি, লোহার রড, শাবল সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মাণাধীন পাকা ভবনের নির্মাণ কাজে বাধা দেয়। তখন কেয়ারটেকার আঃ মজিদ (৬৫) ও ফুল মিয়া (৪৬) প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথারীভাবে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
পরে নালিশী ভূমির দক্ষিণ পাশের সীমানা প্রাচীর ভাংচুর করে। ফলে আনুমানিক ২,০০,০০০ (দুই লক্ষ) টাকার ক্ষতিসাধন হয়। পরে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র উঁচু করে আঃ মজিদ ও ফুল মিয়া সহ নির্মাণ কাজে নিয়োজিত রাজমিস্ত্রীদেরকে প্রকাশ্যে খুন, জখমের ভয়ভীতি দেখায় পরে ঘটনাস্থল থেকে চলে যায়।
জমির মালিক সালাম জানান, আমি দীর্ঘদিন আগে জায়গা কিনেছি। এখন নান্নু আমার কেয়ারটেকারদের বিভিন্ন হুমকি দিচ্ছে। আমার কাজ বন্ধ হয়ে আছে। আমি ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমি সুষ্ঠু বিচার চাই।
এবিষয়ে অভিযুক্ত নান্নু বলেন, আমি ওয়াল ভাঙি নাই। তারা কাজের জন্য যে গর্ত করছে গর্তের জন্য ভেঙে গেছে। আর আমি কাউকে হুমকিও দেয়নি। পুলিশের সামনেই কেয়ারটেকারকে অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করেছি।
ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।