ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকভারত সবসময় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় : রাজনাথ সিং

ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় : রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক বজায় রাখতে চায়। স্থানীয় সময় (৮ মার্চ) শনিবার বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের যোগাযোগ সম্পর্কে মতামত জানতে চাইলে রাজনাথ সিং বলেন, ভারত সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আমরা সবসময় আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, কারণ (সাবেক প্রধানমন্ত্রী) অটল বিহারী বাজপেয়ী বলতেন যে, আমরা বন্ধু পরিবর্তন করতে পারি কিন্তু প্রতিবেশী নয়। তাই, আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।

এর আগে ২৩ ফেব্রুয়ারি নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন ওঠে এবং সবকিছুর জন্য ভারতকে দায়ী করেন, এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করেন, যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো খুবই হাস্যকর।

গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র ভারত কেমন সম্পর্ক চায় সেটা তাদেরও নির্ধারণ করা দরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অবশ্যই বাংলাদেশ ঠিক করবে ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়, ভারতকেও ঠিক করতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয়।’

পররাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন, ভারতে বসে দেয়া শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির আগুনে ঘি ঢালছে। বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে অন্য দেশের ইন্টারফেয়ার করা যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular