ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনবীনগরে ১১ চোরাই মোটরসাইকেল উদ্ধার

নবীনগরে ১১ চোরাই মোটরসাইকেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নবীনগরে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নবীনগর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের জমিদার বাড়ির বালুচর মাঠের একটি গোডাউনে অভিযান চাইয়ে এসব চোরাইর যাওয়া মোটরসাইকেল জব্দ করেন পুলিশ।এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পৌর এলাকার জমিদার বাড়ির বালুরচর মাঠের পাসের আরফাতুল ইসলামের গোডাউনে অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় পুলিশ আসার উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক তথ্যগুলো নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবত একটি চক্র এলাকায় চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছে। তাদের মধ্যে অন্যতম নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের আরফাতুল ইসলাম। অভিজান পরিচালনা করার সময় সে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের অভিজান অব্যাহত আছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular