ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচী অংশ হিসেবে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স।
বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকতার কার্যালয়ের কার্মসূচি পালন করেন নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীরা।
তারা বলেন, সাম্প্রতিক সময়ে এনআইডি সেবা নির্বাচন কমিশনের আওতা থেকে স্থানান্তরের বিষয়ে বিভিন্ন আলোচনা চলছে। যা বাস্তবায়ন হলে নাগরিকদের এনআইডির তথ্য সুরক্ষা ও গোপনীয়তা প্রশ্নবিদ্ধ হবে।এছাড়াও সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্তাবধায়ন, নির্দেশ ও নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর দেয়া হয়েছে। তাই জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধিনে রাখতে হবে।
উপজেলা নির্বাচন অফিসার কাজল রানা,সহকারী নির্বাচন অফিসার আব্দুছ সামাদসহ কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতিসহ মানববন্ধনে উপস্থিত ছিলেন।