ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিমাগুরার সেই শিশুটির পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত ইসলামী

মাগুরার সেই শিশুটির পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত ইসলামী

নিউজ ডেস্ক : মাগুরায় পাশবিক নির্যাতনে মারা যাওয়া সেই শিশুটির পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

রোববার (১৬ মার্চ) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

তিনি লিখেছেন, ‘মাগুরার শিশুর পরিবার নিতান্তই অসহায়। তার বাবা একজন মানসিক রোগী। এ পরিবারে অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এ পরিবারের দায়িত্ব মহান আল্লাহর ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে।’

জামায়াত আমির আরও লিখেন, এরইমধ্যে মজলুম এই পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। সবার কাছে দোয়ার আবেদন, আল্লাহ তায়ালা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদের তাওফিক দান করেন। আমিন।’

গত শনিবার (১৫ মার্চ) সকালে মেয়েটির বাড়িতে যান ডা. শফিকুর রহমান। সেখানে তিনি সোনাতুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুটির রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular