ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাজশাহীতানোর সাংবাদিক কল্যাণ তহবিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নবগঠিত বৃহৎ সংগঠন তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এতে তানোরের মূল ধারার তিন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় তানোর পৌরসদরের বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাব ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর প্রেসক্লাব ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি সাইদ সাজু। এতে স্বাগত বক্তব্য রাখেন, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সহসভাপতি বকুল হোসেন, তানোর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সহসভাপতি ইমরান হোসাইন, তানোর প্রেসক্লাবের নিবাহী সদস্য ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সহসভাপতি টিপু সুলতান, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সাংগঠনিক সম্পাদক সারুয়ার হোসেন প্রমুখ।

উপস্থিত বক্তারা তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের নানামূখী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন এবং তা বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে মহান মুক্তিযুদ্ধে ও ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular