পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। এরপর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি ও স্বায়ত্বশাষিত দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্কস্তবক অর্পণ করা হয়।
সকাল নয়টার দিকে জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ, ১১টায় সরকারি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই-আগষ্ট বিপ্লবে শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।