ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসনান্দাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নান্দাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নান্দাইল প্রতিনিধি: উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। যথাযোগ্য মর্যদায় দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর গ্রহন করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তারের সভাপতিত্বে গতকাল বুধবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

এরপর সকল শহীদদের স্মরণে নান্দাইল উপজেলা সদর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সকাল ৯টায় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা পায়রা তথা কবুতর অবমুক্ত করা হয়। পরে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইয়া, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা তনিমা রাণী ও উপজেলা আইসিটি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা শেষে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা সমাজ সেবা অফিসারের বাস্তবায়নে উপজেলা সদর হাসপাতাল, এতিমখানা ও শিশু সদনে উন্নতমানে খাবার পরিবেশন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular