গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: বিষাক্ত সাপের কামড়ে জোসনা বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া গ্রামে ঘটনাটি ঘটে। জোসনা বেগম ওই গ্রামের নঈম উদ্দিনের স্ত্রী।
জানা যায়, জোসনা বেগম সকালে ঘর ঝাড়ু দেওয়ার সময় একটি মাটির হাঁড়ি সরাতে গেলে বিষাক্ত সাপ তার হাতে কামড় দেয়। পরে তার চিৎকারে স্বজনরা ছুটে এসে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জোসনা বেগমকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।